Sink Hole |
সিঙ্কহোল আমাদের পৃথিবীর জন্য একটা স্বাভাবিক ব্যাপার। কিছু কিছু সিঙ্কহোল তো মানুষ তৈরি করেছে। প্রাকৃতিক সিঙ্কহোল স্বাভাবিকেভাবে ৩ ফুট চওড়া আর ১৮ ফুট গভীর হয়ে থাকে। এখন আমরা জানবো গুয়াতেমালার এক ভয়ংকর ঘটনা সম্পর্কে।
২০১০ সালের ঘটনা, যখন গুয়াতেমালা শহরে হঠাত ৩০০ ফুট গভীর, ৬৫ ফুট চওড়া সিঙ্কহোল তৈরি হয়েছিল। যদিও গুয়াতেমালায় সিঙ্কহোলের ঘটনা একটা স্বাবাভিক ব্যাপার।কিন্তু এই সিঙ্কহোল স্বাভাবিকের চেয়ে বেশি চওড়া ছিলো। আর এটি ৩ তলা বিশিষ্ট এক বিল্ডিংকেও গ্রাস করেছিল। ঘটনার সময় বিল্ডিং এ শুধু একজন ওয়াচ ম্যান ছিল। আর সে এ ঘটনার সময় মাটির ধ্বসে মারা গিয়েছিল। এ ঘটনা কেন আর কিভাবে হল, তার সন্তুষ্টিজনক জবাব এখন পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি। সিঙ্কহোল হওয়ার কিছুদিন পর সেখানকার সরকার সিমেন্ট, মাটি, লাইম স্টোম দিয়ে সে গর্তকে ভরাট করে দিয়েছিল। যাতে ভবিষতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।