Featured

MedicineSubject

মধু ও কালোজিরা খেয়ে যেভাবে সুস্থ হলেন গভর্নর

, জুন ২২, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
Seyi Makinda
Nigerian Governor Seyi Makinda
কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এ আক্রান্ত হয়েছিলেন নাইজেরিয়ার একটি রাজ্যের গভর্নর। কিন্তু এক সপ্তাহের মধ্যে তিনি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন।কিন্তু কিভাবে?এ প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যটির গভর্নর সেয়ি মাকিন্দে।


নাইজেরিয়ার একটি সংবাদমাধ্যম বলা হয়, সোমবার সন্ধ্যায় দেশটির একটি রেডিওতে টেলিফোন সাক্ষাৎকারে গভর্নর মাকিন্দে জানান, তিনি অসুস্থের সময় মধু, ভিটামিন সি ও ব্ল্যাকসিড অয়েল (কালোজিরার তেল) ব্যবহার করেছেন।’


গভর্নর বলেন, ‘ওয়ো রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যসেবার দায়িত্বে আছেন আমার খুব ভাল বন্ধু ও ভাই ডা. মুইদিন ওলাতুনজি। তিনি একদিন আমার কাছে এসে বললেন, দেখুন, আমি আপনাকে কালোজিরার তেল পাঠাচ্ছি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমি মধুর সঙ্গে কালোজিরার তেল মিশিয়ে এক চা চামচ সকালে এবং সন্ধ্যায় খেয়েছি।’

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্থানীয় সমাধানের কথা উল্লেখ করে সেয়ি মাকিন্দে বলেন, ‘আমাদের লোকদের হতাশ করা উচিত নয়। আমি যেমন আমার পদ্ধতি দিয়ে ভাইরাস থেকে বের হতে সক্ষম হয়েছি, তেমনি এটি আমাদের বেশিরভাগ মানুষের পক্ষেও কার্যকর হবে।’

আইসোলেশনে থাকার সময়ের কথা উল্লেখ করে গভর্নর বলেন, ‘এসময় আমি কিছুটা ওজন কমিয়েছি। মনে হয় এটা আমার জন্য ভালো। আপনি যখন আইসোলেশনে থাকবেন, তখন শুধু টেলিভিশন দেখা ও খাওয়ার মধ্যেই থাকার প্রবণতা হবে। এসময় আমি আমলা খেয়েছি। তবে আমি ট্রেডমিলও ব্যবহার করছিলাম।’


নিজ রাজ্যের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা যে কর্মসূচি নিয়েছি তা মেনে চলবো। লকডাউনের যে নির্দেশনা আছে তা মেনে চলবো।’