Featured

Admission

একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু ৯ আগস্ট থেকে

, জুলাই ২০, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
একাদশ শ্রেণীর ভর্তি 2020  একাদশ শ্রেণিতে ভর্তি 2020  একাদশ শ্রেণীর ভর্তি ২০২০  একাদশ শ্রেণির ভর্তি ২০২০  একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১  একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র  একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন 2020  একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০ কবে
একাদশ শ্রেণির ভর্তি ২০২০

করোনা ভাইরাসের মহামারীর কারণে অনিশ্চয়তার মুখে পড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৯ আগস্ট থেকে। যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এবছর একাদশ শ্রেণিতে শুধুমাত্র অনলাইন মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে । এসএমএস (SMS) মাধ্যমেও ভর্তির আবেদন করা যাবে না । একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে ।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ভর্তির কার্যক্রমটি সম্পন্ন হবে ।
গত ৩১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী। যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অপেক্ষা করছেন।