Featured

Space

মঙ্গলের আকাশে উড়বে নাসার তৈরি 'ইঞ্জিনিউটি' নামের হেলিকপ্টার

, জুলাই ১৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
নাসা নিউজ  নাসা অর্থ কি  নাসা বিজ্ঞানী  নাসা কোন দেশে অবস্থিত  নাসা সংবাদ  নাসা মহাকাশ  নাসা কোথায় অবস্থিত  নাসা কি
মঙ্গল গ্রহের জন্য নাসার তৈরি হেলিকপ্টার

সাম্প্রতিক সময়ে নাসা সিদ্ধান্ত নিয়েছে তারা মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাবে । এ নিয়ে বেশ হৈ চৈ পড়ে গিয়েছে মহাকাশ প্রেমিদের মাঝে । এই আর্টিকেলে আমরা জানবো লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহে সেই হেলিকপ্টার পাঠানোর বিস্তারিত । এ বিষয়ে অসংখ্য উত্তর পেয়ে যাবেন এই আর্টিকেলে । 

  • নাসা (NASA) কেনো মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাচ্ছে?

  • মঙ্গল গ্রহের জন্য যাত্রা করা নাসার হেলিকপ্টারটির নাম কী?

  • মঙ্গলে কি হেলিকপ্টার উড়ানো সম্ভব?

  • মঙ্গল গ্রহে যেতে কত সময় লাগে?


তবে চলুন শুরু করা যাক -

নাসা (NASA) কেনো মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাচ্ছে?

মঙ্গল গ্রহে নাসার পাঠানো হেলিকপ্টার দুইটি দায়িত্ব পালনের জন্য পাঠানো হচ্ছে। এগুলো হলো যাথাক্রমে -

  • মঙ্গলের পরিস্থিতি কীভাবে বিমান বা উড়োজানের উপর প্রভাব ফেলবে তা দেখার জন্য ।
  • আমরা মঙ্গল গ্রহে হেলিকপ্টার, ড্রোন ও অন্যান্য বিমান উড়াতে পারি কি না তা প্রমাণ করতে নাসা এটি ব্যবহার করবে।

একবার বাতাসে উড্ডয়নের সক্ষম হলে এই হেলিকপ্টারটি নাসা লাল গ্রহের ভূ-পৃষ্ঠের নানান জরিপে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে ।

মঙ্গল গ্রহের জন্য যাত্রা করা নাসার হেলিকপ্টারটির নাম কী?

ভিনগ্রহে উড়ে চলা প্রথম এয়ারক্রাফট হবার গৌরব অর্জনের লক্ষে নাসার মঙ্গল গ্রহের জন্য তৈরি হেলিকপ্টারটির নাম দেয়া হয়েছে "Ingenuity" বা "ইঞ্জিনিউটি" ।

মঙ্গলে কি হেলিকপ্টার উড়ানো সম্ভব?

মঙ্গলগ্রহে হেলিকপ্টার উড়ানো এবং পৃথিবী হেলিকপ্টার উড়ানো প্রায় একই । শুধুমাত্র মঙ্গলের ক্ষেত্রে পার্থক্য হলো সেখানে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ৩ ভাগের ১ ভাগ মাত্র ।


মঙ্গল গ্রহে যেতে কত সময় লাগে?

মহাকাশযানের গতির উপর নির্ভর করে সেখানে পৌছাতে কত সময় লাগবে । তবে সাধারনত মঙ্গলে যেতে ১৫০-৩০০ দিন পর্যন্ত সময় প্রয়োজন ।