মঙ্গল গ্রহের জন্য নাসার তৈরি হেলিকপ্টার |
সাম্প্রতিক সময়ে নাসা সিদ্ধান্ত নিয়েছে তারা মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাবে । এ নিয়ে বেশ হৈ চৈ পড়ে গিয়েছে মহাকাশ প্রেমিদের মাঝে । এই আর্টিকেলে আমরা জানবো লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহে সেই হেলিকপ্টার পাঠানোর বিস্তারিত । এ বিষয়ে অসংখ্য উত্তর পেয়ে যাবেন এই আর্টিকেলে ।
নাসা (NASA) কেনো মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাচ্ছে?
মঙ্গল গ্রহের জন্য যাত্রা করা নাসার হেলিকপ্টারটির নাম কী?
মঙ্গলে কি হেলিকপ্টার উড়ানো সম্ভব?
মঙ্গল গ্রহে যেতে কত সময় লাগে?
তবে চলুন শুরু করা যাক -
নাসা (NASA) কেনো মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাচ্ছে?
মঙ্গল গ্রহে নাসার পাঠানো হেলিকপ্টার দুইটি দায়িত্ব পালনের জন্য পাঠানো হচ্ছে। এগুলো হলো যাথাক্রমে -- মঙ্গলের পরিস্থিতি কীভাবে বিমান বা উড়োজানের উপর প্রভাব ফেলবে তা দেখার জন্য ।
- আমরা মঙ্গল গ্রহে হেলিকপ্টার, ড্রোন ও অন্যান্য বিমান উড়াতে পারি কি না তা প্রমাণ করতে নাসা এটি ব্যবহার করবে।
একবার বাতাসে উড্ডয়নের সক্ষম হলে এই হেলিকপ্টারটি নাসা লাল গ্রহের ভূ-পৃষ্ঠের নানান জরিপে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে ।