করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রতিকি ছবি |
মডার্নার তৈরি করোনা ভ্যাকসিনের ৩য় ধাপের পরীক্ষা শুরু
Correspondent
, জুলাই ২৯, ২০২০ WAT
Last Updated
2021-03-25T05:32:16Z
৩য় ধাপের পরীক্ষাটি চালানো হবে দেশটির প্রায় ১০০ গবেষণা প্রতিষ্ঠানে । সেদেশের জর্জিয়া প্রদেশের একটি অঞ্চলে ভ্যাকসিনটির প্রথম ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছে সে দেশের বিভিন্ন গনমাধ্যম । গবেষকরা আশা করছেন যে প্রায় ৩০ হাজার ভলেন্টিয়ারের শরীরে প্রয়োগ করা হবে পরীক্ষামূলক ভ্যাকসিনটি । ইতিমধ্যে মডার্না দাবি করেছে, তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সক্ষম। তবে তাদের ভ্যাকসিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এরমধ্যে রয়েছে পেশিতে ব্যাথা, ইনজেকশন দেয়ার স্থানে দীর্ঘদিন ব্যাথা করা, অবসাদ ও মাথা ব্যাথা ।
//]]>