Featured

Space

মঙ্গল গ্রহে পাঠিয়ে দিন আপনার নাম

, জুলাই ১৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
নাসা অর্থ কি  আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোথায় অবস্থিত  নাসা বিজ্ঞানী  নাসা নিউজ  নাসা কি  নাসা সংবাদ  নাসা তে চাকরি  নাসা বিজ্ঞানী ভিডিও
নামের বোর্ডিং পাস


করোনার মধ্যেও মঙ্গলগ্রহে পাঠানোর জন্য হেলিকপ্টার প্রস্তুতে কাজ করছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই মাসে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য হেলিকপ্টারটি প্রস্তুত করা হচ্ছে।

রোভার রোবটিক হেলিকপ্টারটি তৈরি করতে নাসাকে ৬ বছর কাজ করতে হয়েছে। যাতে যুক্ত করা হয়েছে ২৩টি ক্যামেরা।
প্রথমবারের মতো উড়তে পারে এমন হেলিকপ্টার তৈরি করছে নাসা। আসলে নাসা এই রোবটিক হেলিকপ্টারটি দিয়ে পরীক্ষা করতে চাইছে এটি উড়ে যেতে সক্ষম হবে কিনা।
হেলিকপ্টারটি নাসার ‘মঙ্গল অভিযান ২০২০’ এর একটি প্রকল্প। যেখানে একটি পারসিভারেন্স রোভার রোবট ডিজাইন করা হয়েছে যা বিজ্ঞানীদের রেড প্লানেটের সম্ভাব্য বিষয়গুলো সম্পর্কে জানাবে।
নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন বলেছেন, আমরা চাইছি প্রথমবারের মতো পৃথিবীর বাইরে কোনো গ্রহে হেলিকপ্টার উড়তে দেখতে পাবো। আগামী ১৭ জুলাই মিশনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
জিম বলেন, আমরা মানব ইতিহাসে যা ঘটেনি সেটি ঘটাতে যাচ্ছি, যার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমরা।
 এইবার এই হেলিকপ্টার এ একটি মাইক্রোচিপ থাকবে যেটাতে পৃথিবীর মানুষের নাম পাঠানো হবে। নিচের লিংকে গিয়ে আপনার নামটিও দিয়ে ফেলতে পারেন ...
লিংকটি হলো - https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020/