Bangladesh Navy School and College Chittagong |
প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম (Bangladesh Navy College Chittagong) এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ।
দেখে নিন বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম (Bangladesh Navy College Chittagong) এর ভর্তি বিজ্ঞপ্তিটি -
Bangladesh Navy School Admission 2020 |
বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম
অবস্থান - নাবিক কলোনি ১, সিইপিজেড, বন্দর চট্টগ্রাম
বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম (Bangladesh Navy College Chittagong) এর - সংক্ষিপ্ত ইতিহাস
১৯৭৭ সালে মাত্র ষাট জন শিক্ষার্থী নিয়ে নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম এর স্কুল শাখা যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯০ সালে কলেজ শাখা প্রতিষ্ঠিত হয়। কলেজ শাখার প্রথম ব্যাচে ১৫ জন মানবিক ও ৩৫ জন বিজ্ঞান শাখার শিক্ষার্থী ছিল। ১৯৯৫ সাল হতে নৌবাহিনী কলেজে শাখায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হয়। প্রথম ব্যবসা শিক্ষা বিভাগে মাত্র ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল।
বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম (Bangladesh Navy College Chittagong) এর - শিক্ষাঙ্গন
শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি মাঠ রয়েছে। পাশাপাশি কলেজ প্রাঙ্গনে রয়েছে একটি বাস্কেটবল গ্রাউন্ড। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি মিলনায়তন এবং ক্যান্টিন।
বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম (Bangladesh Navy College Chittagong) এর - পাঠাগার ও গবেষণাগার
স্কুল ভবনের দুই তলায় একটি পাঠাগার রয়েছে। প্রায় ৬০০০ বইয়ের সমাহারে নৌবাহিনী স্কুল ও কলেজের পাঠাগার সমৃদ্ধ। পাঠাগার সংলগ্ন ভিন্ন একটি রুমে কম্পিউটার ল্যাব রয়েছে। ভবনের দুই ও তিন তলায় অন্যান্য ল্যাবরেটরী রুমগুলোর অবস্থান।