থাইরয়েডের অবস্থান |
থাইরয়েড কি?
থাইরয়েড গ্রন্থি হলো দুটি লোব দিয়ে তৈরি একটি আন্তঃক্ষরা গ্রন্থি । থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড ও বলা হয়ে থাকে ।
থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়?
পুরুষের এডামস এপল বরাবর ঠিক নিচে থাইরয়েড গ্রন্থির অবস্থান । শ্বাসনালী ঘেঁষে থাইরয়েড গ্রন্থি অবস্থিত । এখানে ল্যারিংক্স নামে আরো একটি অংশের কাছাকাছি থাকে থাইরয়েড ।থাইরয়েড এর কাজ কি?
থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয় । থাইরয়েড হরমোনের কাজ হলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করা । থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত থাইরয়েড হরমোন থাইরক্সিন, আয়োডিন, টাইরোসিন এবং ট্রাইডোথাইরোনাইন দিয়ে গঠিত ।থাইরয়েড বা থাইরয়েড গ্রন্থির চিহ্নিত চিত্র |