ওয়াইফাই কিনতে চান? জেনে নি |
তথ্য প্রযুক্তি বা টেকনোলজি সম্পর্কে আমাদের যাদের বিশেষ জ্ঞান নেই তারা Mbps এবং MBps এর মধ্যাকার পার্থক্যটি ধরতে পারি না ।
হ্যাঁ! আপনি ঠিকি পড়েছেন । Mbps এবং MBps দুটি আলাদা জিনিস । যদিও এরা ডাটা আদান-প্রদানের দু-ধরনের আলাদা একক কিন্তু আমাদের মধ্যাকার বেশিরভাগ মানুষ Mbps ও MBps এর পার্থক্য জানি না । তাই আজ Mbps VS MBps বিষয় সম্পর্কে জানবো ।
Mbps vs MBps
পার্থক্য লক্ষ্য করুন: MBps VS Mbps. (Capital B vs Small b)
- MBps = মেগা বাইট পার সেকেন্ড
- Mbps = মেগা বিট পার সেকেন্ড
আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet Service Provider - ISP) যদি বলে, তারা আপনাকে 6 Mbps সংযোগ দিচ্ছেন, তাহলে কখনোই এটিকে 6 MBps ভাববেন না । আপনি যদি বাইটে হিসাব করতে পছন্দ করেন, তাহলে সেটা হবে (6/8) = 0.75 MBps বা 768 kBps.
এর মানে, 1 MBps সংযোগ পেতে 8 Mbps সংযোগ দরকার ।
- 1 Mbps = 128 KBps (Max)
এটা হচ্ছে ডাউনলোড স্পিড।
আপনি যদি 8 Mbps এর লাইন চালান তাহলে আপনার ডাউনলোড স্পিড 1 MBps ।
রাউটার কেনার সময় লেখা থাকে 300 Mbps, মানে সেটা (300/8) = 37.5 MBps সর্বোচ্চ গতি প্রদানে সক্ষম (তত্ত্বীয়ভাবে)।
৮ মেগাবিট পার সেকেন্ড = ১ মেগা বাইট পার সেকেন্ড । এই তথ্যটি নিয়ে আমরা খুব বেশি বিভ্রান্ত হই ।