Featured

Technology

অজান্তে ভুল হিসাব করে ইন্টারনেট কানেকশন নিচ্ছেন না তো! (Mbps vs MBps)

, আগস্ট ০৫, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
Wifi নিতে কি কি লাগে  ওয়াইফাই কিনতে চাই  ওয়াইফাই অনু  ডি লিংক রাউটার কেমন  রাউটার অনু  ওয়াইফাই বিজনেস  রাউটার কি  ওয়াইফাই রিসিভার কি
ওয়াইফাই কিনতে চান? জেনে নি

তথ্য প্রযুক্তি বা টেকনোলজি সম্পর্কে আমাদের যাদের বিশেষ জ্ঞান নেই তারা Mbps এবং MBps এর মধ্যাকার পার্থক্যটি ধরতে পারি না ।

হ্যাঁ! আপনি ঠিকি পড়েছেন । Mbps এবং MBps দুটি আলাদা জিনিস । যদিও এরা ডাটা আদান-প্রদানের দু-ধরনের আলাদা একক কিন্তু আমাদের মধ্যাকার বেশিরভাগ মানুষ Mbps ও MBps এর পার্থক্য জানি না । তাই আজ Mbps VS MBps বিষয় সম্পর্কে জানবো ।

Mbps vs MBps


পার্থক্য লক্ষ্য করুন: MBps VS Mbps. (Capital B vs Small b)
  • MBps = মেগা বাইট পার সেকেন্ড
  • Mbps = মেগা বিট পার সেকেন্ড
আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet Service Provider - ISP) যদি বলে, তারা আপনাকে 6 Mbps সংযোগ দিচ্ছেন, তাহলে কখনোই এটিকে 6 MBps ভাববেন না । আপনি যদি বাইটে হিসাব করতে পছন্দ করেন, তাহলে সেটা হবে (6/8) = 0.75 MBps বা 768 kBps.
এর মানে, 1 MBps সংযোগ পেতে 8 Mbps সংযোগ দরকার ।
  • 1 Mbps = 128 KBps (Max)
এটা হচ্ছে ডাউনলোড স্পিড।
আপনি যদি 8 Mbps এর লাইন চালান তাহলে আপনার ডাউনলোড স্পিড 1 MBps ।
রাউটার কেনার সময় লেখা থাকে 300 Mbps, মানে সেটা (300/8) = 37.5 MBps সর্বোচ্চ গতি প্রদানে সক্ষম (তত্ত্বীয়ভাবে)।
৮ মেগাবিট পার সেকেন্ড = ১ মেগা বাইট পার সেকেন্ড । এই তথ্যটি নিয়ে আমরা খুব বেশি বিভ্রান্ত হই ।