রোবট রোবট |
করোনা সংক্রমণ ঠেকাতে ডেলিভারির কাজ করবে রোবট
Correspondent
, আগস্ট ০৫, ২০২০ WAT
Last Updated
2021-03-25T05:32:16Z
জাপানের একটি শীর্ষ স্থানিয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শিগগিরই জাপানের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠবে এই রোবট। এটা প্রয়োজনীয় খাবার, জিনিস দোকান থেকে নিয়ে ভোক্তাদের হাতে পৌঁছে দেবে। আগস্টেই পরীক্ষামূলকভাবে মানুষের সেবায় কাজ শুরু করবে ডেলিরিও নামের ডেলিভারি রোবটটি। প্রথমে প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হবে। আগস্টের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে ট্রায়াল। ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে মানুষ এই ডেলিভারি রোবটের সাহায্যে অর্ডার করতে পারবে।
//]]>