Featured

Technology

ক্লাউড কম্পিউটিং: মেঘ না হয়েও ক্লাউডের কম্পিউটার!

, সেপ্টেম্বর ১৫, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

ক্লাউড কম্পিউটিং সুবিধা  ক্লাউড কম্পিউটিং কাকে বলে  ক্লাউড কম্পিউটিং pdf  ক্লাউড কম্পিউটিং mcq  ক্লাউড কম্পিউটিং বই  ক্লাউড কম্পিউটিং এর সেবা  ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ  ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি
ক্লাউড কম্পিউটিং সুবিধা


ক্লাউড কম্পিউটিং হল একটি ইন্টারনেট নির্ভর কম্পিউটিং ব্যবস্থা । ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি দ্বারা ইন্টারনেট এবং একটি কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডাটা এবং এপ্লিকেশন সমূহ রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারা যায় ।

ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক এপ্লিকেশন দ্বারা যে কোন কম্পিউটার হতে ইন্টারনেটের মাধ্যমে ফাইল বা এপ্লিকেশন সমূহ ইনস্টলেশন ছাড়া নিজস্ব ফাইলগুলো এক্সেস করা যায়। এতে ওয়েবে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামতো চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেয়ার সিস্টেমকে ক্লাউড কম্পিউটিং বলে।

ক্লাউড কম্পিউটিং এর সুবিধা :

  • অপারেটিং খরচ কমানো যায়।
  • স্টোরেজ সুবিধা অনেক, প্রায় সীমাহীন।
  • স্বয়ংক্রিয় সফটওয়্যার আপডেট ও রক্ষনাবেক্ষণ করা যায়।
  • এর মাধ্যমে যে কোন সার্ভিস সহজে পাওয়া যায়।
  • ছোট উদ্যোক্তাদের এটি সুবিধা জনক কারন খরচ কম।
  • নিরাপত্তা ব্যবস্থা ভাল।
  • গবেষনার কাজে সুবিধা হয়।

DMCA.com Protection Status