একাদশ শ্রেণি বা কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয় কাগজ পত্র কলেজে জমা দিতে হবে । কলেজে ভর্তির জন্য এই কাগজগুলো জমা দেয়া বাধ্যতামূলক ।
কলেজে ভর্তি হতে গেলে তিনটি প্রধান প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে ।
১। নতুন তোলা 4 কপি পাসপোর্ট সাইজের নিজের ছবি২। মার্কশিট,এই মার্কশিট অধিকাংশ স্কুলে চলে এসেছে,তাই তোমরা স্কুলে যোগাযোগ করলে তা স্কুল তোমাদের দিয়ে দেবে। মার্কশিট এর ৩টা ফটোকপি করবে এবং তা সত্যায়িত করে নেবে।
৩। স্কুল থেকে দেওয়া প্রশংসা পত্র।
বিঃদ্রঃ অনেকের স্কুলে মার্কশিট আসবে না। সে ক্ষেত্রে তোমরা অনলাইন থেকে মার্কশিট ডাউনলোড দিয়ে (রঙ্গিন কপি) তা প্রিন্ট করে নিতে পারো।
এই তিনটি জিনিসই মূলত ভর্তি হতে কলেজগুলো চাইবে।
এখন অনেকের কমন প্রশ্ন এই যে ভাইয়া নিশ্চায়ন কপি, এডমিট কার্ড ইত্যাদি কি কলেজ চাইবে না?
এর উত্তর হলো এধিকাংশ কলেজ এগুলো চায় না। আর তোমাদের কাছে কলেজ নিশ্চায়ন এর কপি কেন কলেজ চাইবে? কলেজগুলো এরই মাঝে সব কিছু বোর্ড থেকে পেয়ে গিয়েছে যে কারা কোন কলেজে ভর্তি নিশ্চায়ন করেছে।
এখন অনেক কলেজ আছে যেগুলো এটি চাইতে পারে। তাই তোমরা চাইলে যে যেই কলেজ পেয়েছো সেই কলেজের নিশ্চায়নে এর প্রিন্ট কপি নিজেদের সাথে রাখতে পারো।
আরো যা যা সাথে রাখতে পারো সেগুলো হলো -
১। এসএসসি রেজিষ্টেশন কাড ও প্রবেশপত্র এর শুধু ফটোকপি ২ টি।
২। অনলাইনে কলেজ মনোনয়ন(ফলাফলের) ফরম প্রিন্ট কপি ১ টি ( অনলাইন থেকে প্রিন্ট করে নিতে হবে)
৩। অনলাইন নিশ্চায়নের কপি ১ টি ( অনলাইনে পাওয়া যাবে)
৪। নিজের জন্মনিবন্ধন জন্ম সনদ এর ফটোকপি ১টি।
৫। অভিভাবকের ১ কপি ছবি ও ভোটার আইডি কাড এর ফটোকপি।