Featured

Medicine

মেহেদির উপকারিতা!

, সেপ্টেম্বর ২৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

মেহেদি ডিজাইন download মেহেদি ডিজাইন 2019 মেহেদি ডিজাইন ২০২০ মেহেদি ডিজাইন বই মেহেদি ডিজাইন পায়ের মেহেদি ডিজাইন 2020 বিয়ের মেহেদি ডিজাইন মেহেদি ডিজাইন ২০১৮
মেহেদির উপকারিতা ও মেহেদির ডিজাইন

ভারতবর্ষে মেহেদির ব্যবহার হয়ে আসছে কয়েকশ বছর ধরে। প্রাকৃতিক এই উপাদান আমরা প্রত্যেকেই ব্যবহার করেছি, করছিও। বিভিন্ন ডিজাইনে মেহেদি দিয়েছি ঈদের আগের রাতে হাতে, বিয়েতে, কোথাও যাওয়ার আগে কিংবা দিয়েছি চুলে।

আমাদের পূর্বের জেনারেশনের সবাই মেহেদি ব্যবহার করত।।সে সময় মেহেদি গাছ ছিল সবার ঘরে ঘরে, কিন্তু আধুনিকতার যুগে মেহেদি গাছ যেন কোথায় হারিয়ে গিয়েছে, মেহেদি গাছ যেমন নেই তেমন নেই তার রং।

মেহেদি চুলের জন্য অনেক উপকারি। 

১. চুলে প্রাকৃতিক কালার করে। চুলকে কালো করবে, এবং সাদা চুলকে লাল করবে।

২. মাথার ত্বকের চুলকানি দূর করে।

৩. চুল লম্বা করতে সাহায্য করে।

৪. ন্যাচারালি হেয়ার ডিপ কন্ডিশনিং করে। ফলে আপনার চুলের রুক্ষতা দূর হবে এবং সিল্কি সফট হবে।

৫. চুলের গোড়া মজবুত করে। তাই হেয়ারফল রোধ হবে।

৬. চুলের খুশকি দূর করতে সাহায্য করবে।

৭. চুল ঘন এবং স্বাস্থ্যোউজ্জ্বল করবে।