Microsoft underwater data center |
দু'বছর আগে মাইক্রোসফ্ট একটি পরীক্ষার অংশ হিসাবে অর্কনি সমুদ্র উপকূলে একটি ডাটা সেন্টার ডুবিয়ে দিয়েছিলো।
সেই ডেটা সেন্টারটি এখন সমুদ্রের তল থেকে পুনরুদ্ধার করা হয়েছে এবং মাইক্রোসফ্ট গবেষকরা এটি কীভাবে সম্পাদন করেছে এবং কিভাবে এ পদ্ধতিটিকে কাজে লাগিয়ে ডেটা সেন্টার বা তথ্য কেন্দ্রের উন্নতি সাধন করা যায় তা নিয়ে কাজ করছেন ।
মাইক্রোসফটের গবেষকরা সেখান থেকে কি পেয়েছেন?
গবেষকদের প্রথম আবিষ্কারটি হলো যে এই ডেটা সেন্টারটির সার্ভারগুলো যেই বিশেষ সিলিন্ডারের ভেতরে অবস্থান করছিলো তার ব্যার্থতার হার সাধারন ডেটা সেন্টার থেকে অনেক কম । যার ফলে এক প্রকার বলা যায় যে পরীক্ষাটি সফল হয়েছে । যেহেতু এই প্রযুক্তিতে ব্যার্থতার হার কম তাই আশা করা হচ্ছে যে বৃহৎ আকারে ব্যবহার করা হলে পানির নিচে স্থাপন করা ডেটা সেন্টারগুলো সাধারন বর্তমান ব্যবহারকৃত ডেটা সেন্টারের তুলনায় অধিক কাজ করতে পারবে ।