রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রোসকসমোস (Roscosmos) এর প্রধান দিমিত্রি রোগোজিন এক অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মিশন ছাড়াও তারা শুক্র গ্রহে নিজস্ব মিশন পাঠানোর পরিকল্পনা করেছে।
হেলিকপ্টার শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী হেলিরাশিয়া ২০২০-তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মস্কোতে বলেন, 'আমরা মনে করি শুক্র গ্রহ রাশিয়ার একটি গ্রহ । সুতরাং আমাদের পিছিয়ে থাকা উচিত নয়।'
সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা শুক্র গ্রহের বায়ুমন্ডলে মেঘের আস্তরনে ফসফিন গ্যাসের অস্তিত্ব পেয়েছেন । এতে করে তারা মনে করছেন সেখানে প্রাণের অস্তিত্বও থাকতে পারে।
সোর্সা - CNN