জন্মদিনে কারো মাথায় ডিম ফাটিয়ে এবং মাথার উপর আটা,ময়দা ঢেলে দিয়ে আপনি হয়তো নিজেকে আপডেটেড মনে করেন; কিন্তু এগুলো আসলে আপনার অসুস্থ মস্তিষ্কের পরিচয় দেয়।বিনাকারণে এরকম অপচয় না করে সেই টাকা নিয়ে গরিবদের সামান্য সাহায্য করতে পারলেও লাভ আছে।
তারপর আসে জন্মদিনের কেকের কথা।অনেকে মজা করে কেকের উপরের মোমবাতি নেভানোর সময় কারো পেছন থেকে মাথায় চাপ দিয়ে কেকে মুখ লাগিয়ে দেয়।অনেক সময় কেকের উচ্চতা ও গঠন ঠিক রাখার জন্য কেকের মধ্যে শক্ত কাঠি আটকানো থাকে।আপনার এইধরনের মজার কারণে এই কাঠি কারো চোখে-মুখে ঢুকে অনেক বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে।অপচয়ের কথা না হয় বাদই দিলাম।
তাই জন্মদিন পালন করতে হলে সুন্দর মতোও করা যায়।এইসব উল্টোপাল্টা ট্রেন্ড ফলো করা বাদ দিন।