টিমোথি রে ব্রাউন |
এইচাইভি (HIV) থেকে সেরে উঠা প্রথম ব্যক্তি টিমোথি রে ব্রাউন মারা গেছেন ।
টিমোথি রে ব্রাউন, যাকে মানুষ আরো চিনে থাকে 'দ্য বার্লিন পেশেন্ট' নামে তাকে একটি বুন মেরু ট্রান্সপ্ল্যান্ট করে দেয়া হয়েছিলো একজন ডোনারের কাছ থেকে । যিনি কি না এইচআইভি থেকে প্রাকৃতিকভাবে সেরে উঠেছিলেন ২০০৭ সালে ।
এর মানে হলো তা আর কোনো এন্টি-ভাইরাল ওষুধের দরকার পরে নি এবং তিনি এইচআইভি ভাইরাস থেকে রক্ষা পেয়েছেন । যা সারা জীবন তাকে এইচআইভি ভাইরাস কতৃক তৈরি এইডস (AIDS) থেকে রক্ষা করবে ।
আন্তর্জাতিক এইডস সুসাইটি এক বিবৃতিতে জানিয়েছেন , 'টিমোথি রে ব্রাউন পৃথিবীকে আশা দিয়েছেন যে মানুষ এইচআইভি ভাইরাস থেকে রক্ষা পেতে সম্ভব ।'
টিমোথি রে ব্রাউন এর বয়স হয়েছিলো ৫৪ বছর । যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন । ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে থাকা কালিন তার এইচাআইভি ভাইরাস ধরা পড়ে । যার ফলে তিনি এইডস এ আক্রান্ত হয়েছেন বলে গন্য করা হয় তাকে । এরপর,২০০৭ সালে তার লিউকেমিয়া নামক ক্যান্সার ধরা পরে ।
যার চিকিৎসা করাতে গেলে তার বুন মেরো নষ্ট হয়ে যায় । এরপর, তিনি একটি বুন মেরো ট্রান্সপ্ল্যেন্ট করান ।
এই ট্রান্সফারটি করা হয়েছিলো এমন একজন ডোনারের কাছ থেকে যিনি তার শরীরের ডিএনএ তে CCR5 নামক বিষেষ একটি জিন মিউটেশন করতে সক্ষম হয়েছিলেন ।