Oxford Advanced Learner's Dictionary তে বাংলা শব্দ ইংরেজি রুপে |
অক্সফোর্ডের ইংরেজি অ্যাডভান্স লার্নারস ডিকশনারির ১০ম সংস্করণে যুক্ত করা হয়েছে ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত ৩৮৪ টি শব্দ । যার মধ্যে অনেকগুলো শব্দ বাংলাদেশিরাও ব্যবহার করে থাকি । ইংরেজি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নারস ডিকশনারির ১০ম সংস্করণে যুক্ত হওয়া এমন একটি শব্দ হলো "আচ্ছা" ।
জনপ্রিয় এই ডিকশনারির প্রকাশক অক্সফোর্ড প্রেস "আচ্ছা" শব্দটির দুটি অর্থ দিয়েছে তাদের নিজেদের ওয়েবসাইটে । এই দুইটি অর্থের প্রথম অর্থে বলা হয়েছে, "আচ্ছা" “বক্তার কোনোকিছুতে একাগ্রতা প্রকাশ, সম্মতি বা বুঝতে পারার ক্ষেত্রে ব্যবহার করা হয়।” এটি ইংরেজি শব্দ “ওকে” বা “অলরাইট”এর মতো। ডিকশনারিতে দেওয়া দ্বিতীয় অর্থ অনুযায়ী, “আচ্ছা” শব্দটি “বিষ্ময়, খুশি প্রভৃতি প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়।”
"আচ্ছা" ছাড়াও বেশ কিছু দেশি শব্দ ডিকশনারিতে যুক্ত করা হয়েছে । এগুলো হলো - আব্বা, চাচা, নাটক, চামচা, চুম, কিমা ইত্যাদি।
১৯৪৮ সাল থেকে অক্সফোর্ড ডিকশনারি প্রকাশ করা হয়ে আসছে ।