ফিলিপাইনে ফুড এপসে এক কিশোর রাইসবোল অর্ডার করেছিলো। ইন্টারনেট স্লো থাকায় অর্ডারে বেশ ঝামেলা পোহাতে হয়।
স্লো ইন্টারনেটে কয়েকবার অর্ডারে ক্লিক করা এবং এপসের সমস্যার দরুণ একই খাবার ৪২ বার অর্ডার হয়ে গেছে এবং একই রেস্টুরেন্ট থেকে ৪২ জন ডেলিভারি ম্যান তার জন্য খাবার নিয়ে চলে আসে। এলাকায় একটা ছোটখাটো জ্যাম তৈরী হয়ে যায়।
অবশ্য, প্রতিবেশীরা সবাই মিলে রাইসবোলের অর্থ পরিশোধ করে অতিরিক্ত প্যাকেটগুলা কিনে নেন।