Featured

AdmissionScholarship

তুর্কি বুরসলারী স্কলারশিপ: সম্মানী ভাতার সাথে ফ্রি বিমান টিকিট!

, জানুয়ারী ১৪, ২০২১ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

তুর্কি ইতিহাস  তুর্কি সিরিয়াল  তুরস্ক আয়তন  বাংলা টু তুর্কি  তুর্কি কারা  তুর্কি ভাষা শিক্ষা pdf  তুরস্ক বাংলাদেশ সম্পর্ক  তুর্কি শব্দ
তুর্কি বুরসলারী স্কলারশিপ


বর্তমান সময়ে ক্যারিয়ার সচেতন অনেকে চাই বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করতে । বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকার ইন্টারনেশনাল শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি দিয়ে থাকে । বাংলাদেশ থেকে বহু শিক্ষার্থী এই স্কলারশিপগুলোর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনা এবং গবেষণায় অংশগ্রহণ করে থাকেন ।

তুরস্ক প্রতিবছর সব প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে । প্রতিবছরের মতো এ বছরও তাদের সরকারি শিক্ষা বৃত্তি তুর্কি বুরসলারী ঘোষণা দিয়েছে তুরস্ক । পৃথিবীর প্রায় ১৮০ টি দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করে থাকেন ।

বৃত্তিতে যে সকল সুযোগ-সুবিধা পাবেন শিক্ষার্থীরা

  • বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি
  • এক বছরের ভাষা কোর্স
  • আবাসন ও খাবার
  • স্বাস্থ্যবিমা
  • মাসিক সম্মানী ভাতা (স্নাতক ৮০০ লিরা, স্নাতকোত্তর ১,১০০ লিরা ও পিএইচডিতে ১,৬০০ লিরা দেওয়া হয়)। ১ লিরা সমান ১১ টাকার বেশি।
  • প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকিট।

বৃত্তির জন্য আবেদন যোগ্যতা

অনার্সের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৭০ শতাংশ মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৪০। মাস্টার্স ও পিএইচডির জন্য: এসএসসি ও এইচএসসিতে ৭৫ শতাংশ মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৬৭ এবং অনার্সে সিজিপিএ-২.৯৩ (মাস্টার্সের জন্যও প্রযোজ্য)। তবে মেডিকেলের জন্য দুটোতেই গোল্ডেন ৫ থাকা চাই।

বয়সসীমা

  • স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।
  • স্নাতকোত্তরে আবেদনের বয়স ৩০ বছরের নিচে।
  • পিএইচডি ৩৫ বছরের নিচে।

আবেদনের জন্য যেসকল ডকুমেন্ট প্রয়োজন

  • সাদা ব্যাকগ্রাউন্ড একটা পাসপোর্ট সাইজের ছবি।
  • পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যান কপি। (ইংরেজি কপি হতে হবে)
  • এএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিমের মূল সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যানকপি। (কোথাও থেকে সত্যায়িত করতে হবে না।)
  • সব পরীক্ষার সার্টিফিকেট।
  • সব পরীক্ষার মার্কশিট।
  • জন্মনিবন্ধন (ইংরেজিতে), জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের স্ক্যান কপি।
  • টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।
  • দুটি রেফারেন্স লেটার (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হলে ভালো হয়)।
  • যত ধরনের এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট আছে (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি, জিপিএ–৫ সংবর্ধনা, কোনো এনজিও বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা ইত্যাদি)।

আবেদনের সময়সীমা ও ঠিকানা

চলমান নতুন সেশনে আবেদন ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আবেদন শেষ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। আগ্রহীরা এ সময়ের মধ্য আবেদন সম্পন্ন করবেন। 

তুরস্কের শিক্ষাবৃত্তির জন্য আবেদন অনলাইনে করতে হয়। আর পুরো প্রক্রিয়াই হয় বিনা মূল্যে। আগ্রহীরা আবেদন করতে পারবেন https://turkiyeburslari.gov.tr/ ওয়েবসাইট থেকে।

চাইলে নতুন আবেদনকারী শিক্ষার্থীরা তুরস্কে পড়াশোনা করা বাংলাদেশিদের ফেসবুক গ্রুপেও প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগের সুযোগ আছে। https://www.facebook.com/groups/TurkeyScholarshipBD

মূল লেখক: লাবিব ফয়সাল, সাংবাদিকতা বিভাগ, সেলজুক বিশ্ববিদ্যালয়, কনিয়া, তুরস্ক

DMCA.com Protection Status