মেজর উইলিয়াম কেইজকে অবশ্যই এক এলিয়েন প্রজাতির হাত থেকে পৃথিবী এবং মানব যুদ্ধকে রক্ষা করতে হবে। কিন্তু সে এক আজব সময়ের ঘূর্ণিপাকে পড়ে যায় যা সম্বন্ধে সে অবগত ছিল না
খুঁটিনাটি
পরিচালক - ডাগ লিমান
প্রযোজক - এরউইন স্টফ, টম ল্যাসেলী
গল্প, চিত্রনাট্য ও সংলাপ - ক্রিস্টোফার ম্যাকুইরে, জেয বাটারওর্থ, হিরোশি সাকুরাজাকা
ধরণ - সাইন্স ফিকশন, একশান
অভিনয়ে - টম ক্রুজ, এমিলী ব্লান্ট, বিল প্যাক্সটন
মিউজিক - ক্রিস্টোফি বেক
সিনেমাটোগ্রাফি - ডিওন বীবি
সম্পাদনা - জ্যামস হারবার্ট, লরা জেনিংস
প্রোডাকশন কোম্পানি - ভিলেজ রোডশো পিকচার্স, রেট-পেক ডিউন এন্টার্টেনমেন্ট
পরিবেশনায় - ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স
মুক্তি - ৬ জুন, ২০১৪
রানিং টাইম - ১১৩ মিনিট
দেশ - যুক্তরাষ্ট্র
ভাষা - ইংরেজি
বাজেট - $১৭৮ মিলিয়ন
বক্স অফিস - $৩৭০.৫ মিলিয়ন
ভাল দিক
জাপানিজ উপন্যাস 'অল ইউ নিড ইজ কিল' এর সেরা এডাপ্টেশান, সেরা পরিচালনা, গল্পের মোড়, একশান দৃশ্য, টম ক্রুজ এবং ব্লান্টের অভিনয়
খারাপ দিক
অনেকের কাছের মুভিটির এন্ডিং ভাল নাও লাগতে পারে
কাহিনী সারসংক্ষেপ
অদূর ভবিষ্যতের ইউরোপ, এক এলিয়েন প্রজাতি পৃথিবীকে চরমভাবে গ্রাস করে ফেললো। পৃথিবীর কোনো মিলিটারি দলই তাদের পরাজয় করতে পারছেনা। মেজর উইলিয়াম কেইজ নামক এক অফিসার যার কিনা যুদ্ধের কোনো পূর্ব অভিজ্ঞতা নেয় তাকে বলতে গেলে একপ্রকার অবহিত না করেই এই লড়াইয়ে সামিল করা হয় যা পরবর্তীতে তার জন্য দূর্বিষহ সুইসাইড মিশনে পরিণত হয়। কয়েক মিনিটের মধ্যে মরে যাওয়ার পরপরই উইলিয়াম বুঝতে পারে যে সে একটি অস্বাভাবিক সময়ের ঘূর্ণিপাকে ফেঁসে গেছে তাই সে মরে যাওয়ার পর আবারও সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে এই বর্বর যুদ্ধটি শুরু হয়েছিল। সে বারবার মরে যাচ্ছিল এবং বারবার জীবিত হয়ে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছিল। এই ঘূর্ণিপাকের পুনরাবৃত্তির কারণে সে প্রতিপক্ষকে ভালোভাবে জানতে লাগলো এবং তার দক্ষতাও উন্নীত হতে লাগলো। কেইজ এবং স্পেশাল ফোর্স যোদ্ধা রিটা ভ্রাটাস্কি এই যুদ্ধটি তাদের নিজেদের করে নেয় এবং যতবারই তাদের আক্রমণের পুনরাবৃত্তি ঘটছিল এর প্রতিবারই তারা জয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা কি পারবে তাদের এই মিশনে সফল হতে???...জানতে হলে দেখতে পারেন দারুণ এই মুভিটি ।
লিখেছেন - সাই-ফাই ক্রিটিক ও মুভি গবেষক অব বিজ্ঞানবিডি আতিক আলম
আরও পড়ুন -