Featured

2020-2021Admission

Bangladesh University of Professionals (BUP) নিয়ে সাধারন জিজ্ঞাসা ও ভর্তি বিজ্ঞপ্তি

, ফেব্রুয়ারী ০৩, ২০২১ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

is bup a private university  public university in bangladesh  bup tuition fees  bup university  bup subjects  bup ucam  bup faculty of medical studies  bup notice board
Bangladesh University of Professionals BUP FAQ


Bangladesh University of Professionals (BUP) নিয়ে সাধারন জিজ্ঞাসা

•বিইউপি কি পাবলিক?

- হ্যা। ২৯ তম পাবলিক বিশ্ববিদ্যালয়।

ক্যান্টনমেন্ট এর ভিতরে অবস্থান হওয়ায় শিক্ষার্থী বাদে অন্য কেউ ঢুকতে পারে না। অনেকেই জানেন না এই ব্যাপারে। তবে এটি পাবলিক বিশ্ববিদ্যালয়, খুব বেশি সন্দেহ হলে ইউজিসি র ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারো।

• কয় বছর মেয়াদী কোর্স?

- ৪ বছর,

• কত খরচ হয়? 

- ১৫১০০০, ৪ বছরে 

• এত খরচ কেন?

- বিইউপির ক্লাসরুম এবং এর পারিপার্শ্বিক সুবিধা অনেক। ভর্তি পরীক্ষা দিতে এলেই বুঝবে। 

• সেশন জট রাজনীতি?

- হাহাহাহা! প্রশ্নই উঠে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে। 

• হল সুবিধা?

- ক্যান্টনমেন্টের নির্ঝরে রয়েছে থাকার ব্যবস্থা। গুগলে নির্ঝর ক্যান্টনমেন্টের ছবিগুলো দেখে নিতে পারো। 

• ভর্তির সময় খরচ?

- ৩০ হাজার, ১ম সেমিস্টার এর ফী সহ 

• সেমিস্টার ফিস?

- ১৬৫০০, প্রতি সেমিস্টার ৬ মাস মেয়াদী।

প্রস্তুতি এবং অন্যান্যঃ 

আসলে প্রস্তুতির কথা নতুন করে কিছু বলার নেই। সিলেবাস যেহেতু দেয়া আছে সেহেতু সেভাবেই পড়তে হবে। বিইউপি তে সব বিভাগেই ইংরেজীতে প্রশ্ন করা হয়। সুতরাং ইংরেজী তে তোমাকে একটু বেশি ভালো হতে হবে। চেষ্টা করবে যতগুলো বিষয় পারো ফর্ম তুলবে। কারণ কখন কোন বিষয়ে তুমি ভর্তি হতে পারবে তার কোন নিশ্চয়তা নেই। আর যেহেতু যেহেতু সাধারন জ্ঞান প্রশ্ন ইংরেজি তে হয় সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবে। খুব কঠিন কোন প্রশ্ন হবে না যে তুমি বুঝবে না। একটু ভালো করে পড়তে হবে। আমার মতে এডমিশন টেস্ট অনেকটাই কৌশল নির্ভর।  তোমাদের জন্য শুভকামনা রইলো ।


bangladesh university of professionals ranking  bangladesh university of professionals tuition fees  bangladesh university of professionals logo  bangladesh university of professionals subjects  bangladesh university of professionals job circular  bup job circular 2020  bup masters program  bup tuition fees fst bup admission circular  bup admission circular 2020-21  bup admission fee  bup admission question 2019-20  bup login  bup mba professional admission circular 2020  bup masters program  bup admission test question 2018-19
Bangladesh University of Professionals BUP admission and ranking


Bangladesh University of Professionals (BUP) এর  সার্কুলার (২০২০-২১)

পরীক্ষার তারিখ

  • FBS & FASS - ২৬ ফেব্রুয়ারী 
  • FST&FSSS -২৭ ফেব্রুয়ারী

আবেদন করার সময়সীমা

  • ২ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী।

1. Faculty of Science & Technology ( FST)

Total Department: 2 & Total Seats :150

  • A. Information &  Communication Engineering (ICE)  (100).
  • B. Environmental Science (ES) (50).

শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাএীরা আবেদন করতে পারবে।  SSC+ HSC ToTal GPA: 9.25 (SSC/HSC তে আলাদাভাবে কমপক্ষে 4.50 থাকতে হবে।

Marks Distribution

  • Math/ Biology : 20
  •  Physics : 20
  • Chemistry : 20
  • English : 20

 রেফারেন্স বুক

  • ATP বায়োলজি। 
  • ফুলারিন রসায়ন।
  • INDEX ENGLISH 
  • FOOTAGE BUP CONCEPT BOOK

অর্থাৎ সর্বমোট 80 মার্কসের পরীক্ষা হবে এবং সময় ১ ঘন্টা।

2. Faculty Of Business Studies (FBS). 

 Total Department : 5 & Total Seats :500

  •  A. BBA- General (100).
  •  B. BBA in Accounting & Information System (AIS) (100).
  •  C. BBA in Finance & Banking (F&B) (100).
  •  D. BBA in Management  (100).
  •  E. BBA in Marketing (100).

 এই Faculty তে সকল গ্রুপের  শিক্ষার্থীরাই আবেদন করতে  পারবে।

  • For Science Total GPA : 9.00 (SSC/HSC Minimum 4.25 থাকতে হবে)
  • For Business Studies Total GPA: 8.50 (SSC/HSC Minimum 4.00 থাকতে হবে).
  • For Humanities Total GPA : 8.50 (SSC/HSC Minimum 4.00 থাকতে হবে). 

Marks Distribution :

  • Math : 35
  • English : 35
  •  GK : 30

রেফারেন্স বুক :

  • Legend Varsity Math 
  • INDEX ENGLISH 
  • Khondokar's GK 
  • FOOTAGE BUP CONCEPT BOOK

অর্থাৎ সর্বমোট ১০০  মার্কসের পরীক্ষা হবে এবং সময় ১ ঘন্টা। 

3. Faculty of Arts & Social Sciences (FASS).

Total Department : 6 & Total Seats : 350

  • A. Economics (100).
  • B. English (50).
  • C. Public Administration (PA) (50).
  • D. Development Studies (DS)  (50).
  • E. Disaster and Human Security Management (DHSM) (50).
  • F. Sociology (50).

এই Faculty তে সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। 

  • For Science Total GPA: 9.00 ( SSC/HSC Minimum 4.50 থাকতে হবে ). 
  • For Business Studies Total GPA: 8.50 ( SSC/HSC Minimum 4.00 থাকতে হবে ). 
  • For Humanities Total GPA : 8.00 ( SSC/HSC Minimum 4.00 থাকতে হবে ).

  Marks Distribution :

  •  English :40
  •  Bangla :30
  •  GK: 30.

রেফারেন্স বুক :

  •  লিজেন্ড বাংলা ব্যাকরণ MCQ
  • INDEX ENGLISH  
  •  Khondokar's GK 
  •  FOOTAGE BUP CONCEPT BOOK

অর্থাৎ সর্বমোট ১০০ মার্কসের পরীক্ষা হবে এবং সময় ১ ঘন্টা। 

4. Faculty of Security & Strategic Studies (FSSS).

Total Department : 3 & Total Seat : 250

  • A. Mass Communication & Journalism (MC&J) (50).
  • B. International Relations (IR) (100).
  • C. Law (100).

 এই Faculty তে সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। 

  • For Science Total GPA : 8.50 ( SSC/HSC Minimum 4.00 থাকতে হবে). 
  •  For Business Studies Total GPA : 8.25 ( SSC/ HSC Minimum 3.75 থাকতে হবে).
  •  For Humanities Total GPA : 8.25 (SSC/HSC Minimum 3.75 থাকতে হবে).

 Marks Distribution :

  •  English : 40
  •  GK: 30
  •  Bangla : 30

 রেফারেন্স বুক :

  •  লিজেন্ড বাংলা  ব্যাকরণ MCQ
  •  INDEX ENGLISH 
  •  Khondokar's GK 
  •  FOOTAGE BUP CONCEPT BOOK

অর্থাৎ সর্বমোট ১০০ মার্কসের পরীক্ষা হবে এবং সময় ১ ঘন্টা। 

[ বিঃদ্রঃ Calculator ব্যবহার করা যাবে না এবং বাংলা ব্যতীত বাকি সকল বিষয়ের প্রশ্ন ইংরেজিতে করা হবে। তবে Science Faculty তে ইংরেজির পাশাপাশি বাংলাও লিখা থাকবে]

Bangladesh University of Professionals - BUP website link

Bangladesh University of Professionals - BUP admission session 2020-2021 circular

আর্টিকেল - বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি