জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক মানবণ্টন
A Unit ( গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ) :
- গণিত – ২২
- পদার্থবিজ্ঞান – ২২
- রসায়ন – ২২
- বাংলা – ৩
- ইংরেজি – ৩
- বুদ্ধিমত্তা ( IQ ) – ৮
B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) :
- বাংলা – ১০
- ইংরেজি – ১৫
- গণিত – ১৫
- সাধারণ জ্ঞান – ২৫
- বুদ্ধিমত্তা ( IQ ) – ১৫
C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
- বাংলা – ১৫
- ইংরেজি – ১৫
- দর্শন ( IQ ) - ১০
- সাংবাদিকতা ও গণমাধ্যম ( মিডিয়া ) সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০
- ইতিহাস - ১০
- প্রত্নতত্ব সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০
- আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০
C1 Unit ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) :
- বাংলা – ১০
- ইংরেজি – ১০
- নাটক সম্পর্কিত সাধারণ জ্ঞান – ৩০
- চারুকলা সম্পর্কিত সাধারণ জ্ঞান - ৩০
D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) :
- বাংলা + ইংরেজি = ৮
- রসায়ন = ২৪
- উদ্ভিদবিজ্ঞান – ২২
- প্রাণিবিদ্যা – ২২
- বুদ্ধিমত্তা ( IQ ) – ৪
E Unit ( বিজনেস স্টাডিজ অনুষদ ) :
- বাংলা – ১৫
- ইংরেজি – ৩০
- গণিত – ১৫
- হিসাববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ২০ নাম্বার
F Unit ( আইন অনুষদ ) :
- বাংলা – ২৫
- ইংরেজি – ২৫
- সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ( IQ) – ৩০
G Unit ( ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ( IBA – JU ) :
- বাংলা – ৫
- ইংরেজি – ৩০
- Mathematical Aptitude & IQ – ৩০
- সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় – ১০
- ভাইভা – ৫
H Unit ( ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) :
- বাংলা – ৫
- ইংরেজি – ১৫
- গণিত – ৪০
- পদার্থবিজ্ঞান – ২০
I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) :
- বাংলা – ১৫
- ইংরেজি – ১৫
- বিশ্বসাহিত্য – ১০
- সাধারণ জ্ঞান – ১০
- সংস্কৃতি - ৫
- নৃবিজ্ঞান - ৫
- প্রত্নতত্ত্ব - ৫
- বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ - ১০
- ইতিহাস-ঐতিহ্য - ৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজধানী থেকে ৩২ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিমে অবস্থিত। এটি ৬৯৭.৫৬ একর (২.৮ বর্গকিলোমিটার) জায়গাজুড়ে বিস্তৃত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর-পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্বে একটি বৃহৎ দুগ্ধ উৎপাদন খামার (ডেইরি ফার্ম) দ্বারা পরিবেষ্টিত।
বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীববৈচিত্র অত্যন্ত মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জলাশয় একে পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের এক পছন্দের জায়গা। এটিই বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সার্বজনীন স্বীকৃত। (সোর্স - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)