Featured

Admission

মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি

, মার্চ ৩১, ২০২১ WAT
Last Updated 2021-03-30T18:57:24Z

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২০-২০২১ মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন নিয়ম মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ২০২০-২০২১ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলার
মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি


মেডিকেল সর্বশেষ সময়ের প্রস্তুতি

কোন সাব্জেক্ট এর কোন কোন অধ্যায়/টপিক বেশি গুরুত্ব দিয়ে পড়বে?


জীববিজ্ঞান

জীববিজ্ঞান ১মপত্র

অধ্যায়- ১ম*, ২য়*, ৩য়**, ৪র্থ***, ৭ম, ৯ম**, ১১শ*

জীববিজ্ঞান ২য়পত্র

অধ্যায়- ২য়, ৩য়*, ৪র্থ***, ৫ম*, ৬ষ্ঠ*, ৭ম**, ৮ম***, ১০ম*

(স্টার মার্ক করা অধ্যায়গুলো মেডিকেল সাব্জেক্ট রিলেটেড। তাই ওইগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা।)

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক

  • অপরনাম, 
  • বৈশিষ্ট্য, 
  • কাজ, 
  • বিজ্ঞানী ও সংখ্যাবিষয়ক তথ্য, 
  • গঠন, 
  • একাধিক তথ্য একত্রীকরণ 


রসায়ন

রসায়ন ১মপত্র

অধ্যায়- ১ম, ৪র্থ, ৫ম

রসায়ন ২য়পত্র

অধ্যায়- ১ম, ২য়, ৫ম

মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস

রসায়নের গুরুত্বপূর্ণ টপিক

  • সংখ্যাগত ও বৈজ্ঞানিক বিষয়ক তথ্য, 
  • উপাদান, 
  • আয়ন যৌগ মৌল বিষয়ক তথ্য, 
  • ব্যবহার,  
  • একাধিক তথ্যসমূহ একত্রীকরণ 

পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞান ১মপত্র

অধ্যায়- ১ম, ২য়, ৪র্থ, ৭ম, ৯ম, ১০ম

পদার্থবিজ্ঞান ২য়পত্র

অধ্যায়- ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৯ম, ১১শ

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২০-২০২১

পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক

  • সংখ্যাগত ও বৈজ্ঞানিক বিষয়ক তথ্য, 
  • বৈশিষ্ট্য, 
  • একক ও মাত্রা, 
  • অধ্যায়ের শেষের বহুনির্বাচনি ও সেখানকার ম্যাথ, 
  • একাধিক তথ্যসমূহ একত্রীকরণ 

ইংরেজি

ইংরেজির গুরুত্বপূর্ণ টপিক

  • Appropriate Preposition,  
  • Noun, 
  • Pronoun, 
  • Adjective,  
  • Verb, 
  • Correction of sentence (Parts of speech included), 
  • Group Verbs, 
  • Spelling,  
  • Translation
  • Synonym & Antonym


সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক

  • বাংলাদেশের জাতীয় বিষয়াবলি
  • মুক্তিযুদ্ধের পূর্বের বাংলা,
  • মুক্তিযুদ্ধের সময় পূর্ব ও পশ্চিম পাকিস্তান, 
  • মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ, 
  • কিছু গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম,
  • স্থাপত্য ও ভাস্কর্য, 
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জন,
  • Abbreviation, 
  • খেলাধুলা ও সাম্প্রতিক। 

বি.দ্রঃ যদিও শুধু বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসার কথা বলা হয়েছে। তবে প্রশ্ন সামগ্রিক বাংলাদেশ থেকেই আসবে।

আর হ্যাঁ পদার্থবিজ্ঞান,  জীববিজ্ঞান,  রসায়ন সবগুলো বিষয়ে যদি ১টি লাইনে কেবল ১টি তথ্য গুরুত্বপূর্ণ হিসেবে থাকে তাহলে সেই তথ্যটিও অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। একাধিক তথ্য একত্রে থাকলে তোমরা বেশি পড়ো কিন্তু একটি তথ্য দেখে ইগনোর করবা না। এগুলোই বেশিরভাগ ভুল যাবে তোমাদের। আর হ্যাঁ যে তথ্য তোমার কাছে কম গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো থেকেই কিন্তু এবছর বেশি প্রশ্ন আসবে। মাইন্ড ইট।

লিখেছেন - নাসিম

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 

ব্যাচ-৪৭