Featured

Admission

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত আবেদন পদ্ধতি

, সেপ্টেম্বর ০১, ২০২১ WAT
Last Updated 2021-09-01T17:08:12Z

গুচ্ছ আবেদন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২০-২০২১ গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল গুচ্ছ সিলেকশন রেজাল্ট গুচ্ছ ওয়েবসাইট গুচ্ছ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ইঞ্জিনিয়ারিং সিলেকশন
গুচ্ছ আবেদন


আজ ০১ সেপ্টেম্বর দুপুর ১২:০০ টা থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার চুড়ান্ত আবেদন শুরু হয়েছে। আবেদন করার শেষ সময়  ০৭ সেপ্টেম্বর  রাত ১১:৫৯ টা পর্যন্ত। আর ০৮ সেপ্টেম্বর সকাল ১০:০০ টার মধ্যে অবশ্যই বিল পরিশোধ করতে হবে।

গুচ্ছের চুড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারীকে আবেদন সম্পন্ন করার জন্য নিম্নে প্রদত্ত তথ্যাবলী বিশেষভাবে প্রয়োজনঃ

১। নির্ধারিত ফরমেটে আবেদনকারীর ছবি
  • ছবিটি বর্গাকার হতে হবে।
  • ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে।
  • ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না।
২। আবেদন ফি ১২০০.০০ (এক হাজার দুইশত) টাকা এবং উক্ত ফি-এর উপর সর্বোচ্চ ৩.৫% সার্ভিস চার্জ (৪২.০০ টাকা) SSLCOMMERZ-এর মাধ্যমে আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। মনে রেখো, আবেদন ফি সর্বমোট ১২৪২ টাকা আর বিকাশ/রকেট/নগদ থেকেও পেমেন্ট করা যাবে।

৩। পছন্দের ক্রমানুসারে কমপক্ষে ৫ টি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে। বেশিও দিয়ে রাখতে পারো, সমস্যা নেই।
৪। আবেদনকারী বর্তমানে গুচ্ছভূক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোথাও অধ্যয়নরত থাকলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।