I AM MOTHER official Netflix poster |
মনুষ্যজাতির ধ্বংসের দ্বারপ্রান্তে এক কিশোরী এক রোবোটের দ্বারা লালিতপালিত হয়। কিন্তু তাদের এই অভূতপূর্ব বন্ধনটি হুমকির মুখে পড়ে যখন এক নতুন সত্যি উদঘাটিত হয় ।
খুঁটিনাটি
পরিচালক - গ্রেন্ট স্পুটর
প্রযোজক - টিমোথি হোয়াইট, কেলভিন মানরো
গল্প ও চিত্রনাট্য - গ্রেন্ট স্পুটর, মাইকেল লয়েড গ্রিন
ধরণ - সাইন্স ফিকশন
অভিনয়ে - ক্লেরা রুগার্ড, রোজ বায়ার্ন, হিলারী সোয়াঙ্ক
মিউজিক - ড্যান লাস্কম্ব, এন্টোনি পার্টোস
সম্পাদনা - শন লাহিফ
প্রোডাকশন কোম্পানি - পেইঙ্গুন এম্পায়ার, সাউদার্ন লাইট ফিল্মস
পরিবেশনায় - নেটফ্লিক্স
মুক্তি - ৭ জুন, ২০১৯
রানিং টাইম - ১১৩ মিনিট
দেশ - অস্ট্রেলিয়া
ভাষা - ইংরেজি
বক্স অফিস - $৬৪৩,৫৯৩
ভাল দিক
সাধারণ গল্পের খুব ভাল উপস্থাপন। গতিশীল চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের দারুণ অভিনয় গল্পটিকে একদম শেষ পর্যন্ত উপভোগ্য করে তোলে
খারাপ দিক
অন্যান্য কয়েকটি মুভির সাথে চিত্রনাট্যে প্রচুর মিল রয়েছে। Terminator এর কন্সেপ্ট, এমনকি Ex Machina মুভিটির সাথে অনেকাংশে মিল পাওয়া যায়
কাহিনী সারসংক্ষেপ
পৃথিবীর এক সংকটময় অবস্থা, 'মাদার' নামক এক কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট একটি মানব ভ্রূণকে বৈজ্ঞানিকভাবে বিকশিত করে। 'ডটার' নামক ঐ মানব শিশু একটি বিশাল সেইফ হাউজে মাদার রোবটটির লালন পালনে স্বাভাবিকভাবেই বড় হতে থাকে। কিশোরী বয়সে পদার্পণ করার পর ডটার কৌতুহলবশত যতবারই মাদার কে বাইরের দুনিয়া সম্পর্কে প্রশ্ন করে ততবারই মাদার রোবটটি বলে বাইরের পৃথিবীটা ছিল মানবজাতির যারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন মহামারী রোগের কারণে ধ্বংস হয়ে গেছে। এখানে উল্লেখ্য যে মাদার মাঝেমধ্যে ডটার এর কিছু অর্গানিক টেস্ট করতো। হঠাৎ একদিন ঐ বিশাল সেইফ হাউজে একটি ইঁদুরের খোঁজ পাওয়া যায়। ডটারের সাথে ইঁদুরটির ভালই বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু মাদার ইঁদুরটির অস্তিত্বকে বিপজ্জনক ব্যাখ্যা করে পুড়িয়ে মেরে ফেলে। এরপর আরও কিছুদিন পর আরেকজন মানুষের সন্ধান মেলে। এ ব্যাপারে ডটার অনেক সন্দিহান ছিল। মানুষটি যখন সেইফ হাউজ এবং মাদার রোবটটির ব্যাপারে ডটারকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার উপক্রম তখন মাদার মানুষটিকে বন্দী করে ফেলে। এতে ডটার প্রচুর ক্ষুব্ধ হয়। মাদার কেন এমন করলো এবং সর্বোপরি তার মূল উদ্দেশ্য কি? মানুষটিই বা আসলে কে? সেইফ হাউজটিতে আরও অনেক মানবভ্রূণ সংরক্ষিত অবস্থায় ছিল, কিন্তু কেন? মাদার কেন মাঝেমধ্যে ডটারের অর্গানিক টেস্টগুলো নিতো? এসব কিছু জানতে হলে দেখতে পারেন দারুণ এই মুভিটি ।
লিখেছেন - আতিক আলম