Featured

Technology

ফোন রেখে জীবনকে উপভোগ করার পরামর্শ দিলেন মোবাইলের উদ্ভাবক!

, জুলাই ০৬, ২০২২ WAT
Last Updated 2022-07-06T10:48:44Z

মোবাইল কে আবিষ্কার করেছে মোবাইল আবিষ্কারের ইতিহাস স্মার্টফোন কে আবিষ্কার করেন বিশ্বের প্রথম মোবাইল কোম্পানির নাম কি টেলিফোনের জনক কে মোবাইল কে আবিষ্কার করেন কত সালে মোবাইল আবিষ্কার হয় কত সালে টেলিফোন আবিষ্কার করেন কে
মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার


মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন মোবাইলের উদ্ভাবক মার্টিন কুপার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এই পরামর্শ দেন।

আবিষ্কারের প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে হচ্ছে, ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেয়া উচিত। বিবিসি ব্রেকফাস্ট-এ আলাপকালে কুপার স্বীকার করেন যে, তিনি নিজের সময়ের পাঁচ শতাংশের’ও কম সময় ব্যয় করেন মোবাইলে।

মার্টিন কুপার ছাড়াও বর্তমানে বড়-বড় টেক জায়েন্ট কোম্পানিগুলোর প্রধানরা তাদের ব্যক্তিগত জীবনে স্মার্টফোন কম ব্যবহার করে থাকেন । ফেসবুক এবং মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজে নিয়মিত তার ফেসবুক এবং ইন্সটাগ্রামে তার পারিবারিক জীবনের নানান এক্টিভিটির আপডেট দিয়ে থাকেন ।

DMCA.com Protection Status