Featured

GadgetsNewsTechnology

iPhone 14: সদ্য রিলিজ হওয়া আইফোন ১৪ এর ফিচারসমূহ (iPhone 14, iPhone 14 plus, iPhone 14 pro, iPhone 14 pro max)

, সেপ্টেম্বর ০৮, ২০২২ WAT
Last Updated 2022-09-08T17:02:24Z

আইফোন 7 আইফোন 6 আইফোন 14 আইফোন 13 আইফোন কি আইফোন ৫
iPhone 14


সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট Apple তাদের স্মার্টফোন লাইন আপে নতুন ফোন সংযুক্ত করেছে । এগুলো হলো: iPhone 14, iPhone 14 plus, iPhone 14 pro, iPhone 14 pro max ।


মেইন ফিচারসমূহ


শুধুমাত্র iPhone 14 pro এবং iPhone 14 pro max এ থাকছে নতুন A16 বায়োনিক চিপসেট! আর iphone 14, iphone 14 plus এ থাকছে গতবছরের পুরোনো A15 বায়োনিক চিপসেট! 


এছাড়া প্রো ভ্যারিয়েন্ট এর দুই ফোনেই 48মেগাপিক্সেল  এর মেইন ক্যামেরা সেন্সর আছে। যেখানে iphone 14 এবং  iPhone 14 প্লাস এ এখনও ১২মেগাপিক্সেল এর সেন্সর দেওয়া হয়েছে।


চারটি ফোনেই স্যাটেলাইট কমিউনিকেশন এর ব্যবস্থা আছে, ইমারজেন্সী সিচুয়েশনে স্যাটেলাইট এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যেকোনো যায়গা থেকেই! আর ফোন হারিয়ে গেলে "ফাইন্ড মাই ফোন" এ ফোন খুঁজে পাওয়া যাবে স্যাটেলাইট জিপিএস ট্রাকিং করে! (বর্তমানে শুধু কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এবং স্যাটেলাইট সুবিধা পেতে ২ বছরের সাবস্ক্রিপশন কিনতে হবে )


নতুন আইফোন এ কার ক্রাশ সনাক্ত করার ব্যবস্থা আছে, ফলে দুর্ঘটনা ঘটলে অটোমেটিক ইমারজেন্সী নাম্বারে কল চলে যাবে!


iPhone 14 এবং 14 plus এ সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দাবি করা হয়েছে! যথাক্রমে ২০ ঘন্টা ও ২৬ ঘন্টা ভিডিও প্লেব্যাক সম্ভব এই দুই ডিভাইসে! 


আইফোন ১৪ এর সবগুলো মডেলে ক্যামেরা এবং ডিসপ্লে তে বেশ ইম্প্রুভমেন্ট এসেছে হার্ডওয়্যার ও সফটওয়্যার এ!!



স্টার্টিং প্রাইসঃ  


iPhone 14 - 799 ডলার

iPhone 14 plus - 899 ডলার

iPhone 14 pro - 999 ডলার

iPhone 14 pro max- 1099 ডলার