শেষ পর্যন্ত টুইটার কিনে নিলেন ইলন মাস্ক |
দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার বা ৪৪ বিলিয়ন ডলারে মাইক্রো ব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিলেন বর্তমান বিশ্বের শীর্ষ ধণী ইলন মাস্ক । গত ২৭ তারিখ টুইটারের মালিকানা বুঝে নিয়েই টুইটারের প্রধান নির্বাহী কর্মকতা (CEO - Chief Executive Officer) পরাগ আগারওয়ালকে চাকরীচ্যুত করেছেন মাস্ক । পরাগ আগারওয়ালসহ আরো কয়েকজন শীর্ষ স্থানিয় কর্মকতাকেও চাকরীচ্যুত করা হয়েছে ।
চাকরীচ্যুত কর্মকর্তাগণ
পরাগ আগারওয়ালা ছাড়া অন্য কর্মকর্তারা হলেন নেড সেগাল ও বিজয়া গাড্ডে । এরা উভয় যথাক্রমে টুইটারের প্রধান অর্থিক কর্মকতা ও নীতিবিষয়ক প্রধান । টুইটারের এই শীর্ষ কর্মকর্তাদের প্রতি ইলন মাস্কের আগে থেকে জমা ক্ষোব ছিলো । তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে থাকা ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে তাকে এবং টুইটারের অন্যান্য বিনিয়োগকারিদের বিভ্রান্ত করেছেন এই কর্মকর্তারা ।
মাস্কের টুইটার কেনার ঘোষণা
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে পানি কম ঘোলা হয় নি । বেশ কয়েক মাস আগে টুইটার কেনার ঘোষণা দিয়ে রিতিমত চমকে দিয়েছিলেন সবাইকে । টুইটারের কর্মকর্তা-কর্মচারিরাও এই ঘোষণায় বেশ হকচকিয়ে গিয়েছিলেন । তখন ইলন মাস্ক টুইট করে জানিয়েছিলেন সামাজিক যোগাযগ মাধ্যমটি আর উন্মুক্ত করার লক্ষ্যে তিনি এটি ক্রয় করতে আগ্রহী ।
টুইটার ও ইলন মাস্কের চুক্তি
টুইটারে এমনটা জানানোর পর মাস্ক আবার চেষ্টা করেছিলেন এই চুক্তি থেকে সরে আসতে । এসময় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিলো । এরপর, আইনি ঝামেলা এড়াতে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিকে ক্রয় করে তা থেকে মুক্তি নিয়েছেন ।
ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের মতো বৃহৎ কোম্পানির মালিক মাস্ক এবার টুইটারেরও মালিক হলেন । টুইটারের মালিকানা বুঝে পেয়ে তিনি জানিয়েছেন তিনি টুইটার থেকে কোনো অর্থ আয়ের উদ্দেশ্যে এটি ক্রয় করেন নি । বরং টুইটারকে একটি উন্মুক্ত ও ঘৃণাহীন প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে তিনি টুইটারের মালিকানা নিয়েছেন ।