Featured

AdmissionScholarship

বিনা খরচে আমেরিকায় এক বছর পড়ার সুযোগ

Bigganbd
, অক্টোবর ২১, ২০২২ WAT
Last Updated 2022-10-21T10:10:30Z
ছবি: মার্কিন দূতাবাসের ওয়েবসাইট হতে সংগৃহিত


কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন গ্রহণ করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস । আগামী ১৫ নভেম্বর ২০২২ পর্যন্ত বাংলাদেশি হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীরা এই ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করতে পারবে ।


কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের মাধ্যমে ২০০৪ সাল থেকে প্রায় তিন শতাধিক বাংলাদেশি হাইস্কুল শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশুনা করেছেন । ইয়েস স্কলারশিপটি একটি মেধাভিত্তিক উন্মুক্ত কার্যক্রম । এতে সম্পূর্ণ বিনা মূল্যে আবেদন করা যাবে ।


কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রাম এ আবেদন যোগ্যতা

  • আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১৫ আগস্ট ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে।
  • বর্তমানে বাংলাদেশি উচ্চবিদ্যালয়ের অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে ভর্তি থাকতে হবে।
  • বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবে না।
  • আবেদনের সময় অবশ্যই ২০২০, ২০২১ এবং ২০২২ শিক্ষাবর্ষের নম্বরপত্র/মার্কশিট জমা দিতে হবে। বার্ষিক ফলাফলে গড়ে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। গত তিন শিক্ষাবর্ষের মধ্যে কোনো শিক্ষা বিরতি বা কোনো শ্রেণির পুনরাবৃত্তি থাকলে আবেদনকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
  • মার্কিন জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে
  • আবেদনকারী গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মোট ৯০ দিনের অধিক বসবাস বা ভ্রমণ করে থাকলে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাসকারী স্থায়ী নাগরিক হতে হবে। কেউ দ্বৈত নাগরিকত্বের অধিকারী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত হলে তার আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
  • ইংরেজি ভাষায় সাবলিল হতে হবে ।
  • আবেদনকারী প্রার্থীর মা-বাবার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবেন না।


মার্কিন দূতাবাস হতে প্রকাশিত বিজ্ঞপ্তি - https://bd.usembassy.gov/u-s-embassy-is-accepting-applications-for-2023-2024-kennedy-lugar-youth-exchange-and-study-yes-program/