Featured

Political ScienceStudyUndergraduate

রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয় ৫০ টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Bigganbd
, নভেম্বর ০৭, ২০২২ WAT
Last Updated 2022-11-07T14:29:10Z

রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়  সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর সংক্ষিপ্ত


রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা । রাষ্ট্রবিজ্ঞানে একটি রাষ্ট্রের পরিচালনা প্রক্রিয়া, সরকার এবং রাজনীতি সম্পর্কীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়ে থাকে ।

১. Polis শব্দের অর্থ কী?

উত্তর : রাষ্ট্র বা city or state.


২. রাষ্ট্রের উপাদান কয়টি?

উত্তর : ৪টি ।


৩. সরকারের অঙ্গ কয়টি ও কি কি?

উত্তর : ৩টি ।

যথা:

১। আইন বিভাগ ।

২। শাসন বিভাগ ।

৩। বিচার বিভাগ ।


৪. এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?

উত্তর : পলিটি ।


৫. "The Republic" গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : প্লেটো ।


৬. "The Politics" গ্রন্থের রচয়িতা কে?

উত্তর :  এরিস্টটল ।


৭. আমলাতন্ত্রের জনক কে?

উত্তর : ম্যাক্স ওয়েবার ।


৮. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর : এরিস্টটল ।


৯. "মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বদা শৃঙ্খলিত" উক্তিটি কার?

উত্তর : জ্যা জ্যাক রুশোর ।


১০. লাইসিয়াম কি?

উত্তর : এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ।


১১. মধ্যযুগের এরিস্টটল কাকে বলা হয়?

উত্তর : সেন্ট টমাস একুইনাসকে ।


১২. "সার্বভৌমের আদেশই আইন" - কে বলেছেন?

উত্তর : টমাস হবস ।


১৩. রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ কোনটি?

উত্তর : রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হলো "ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ" ।


১৪. রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তর করা যায় না?

উত্তর : সার্বভৌম ক্ষমতা ।


১৫. "Natio" শব্দের অর্থ কী?

উত্তর : "জন্ম" বা "বংশ" ।


১৬. "Law is the passionless reason" - উক্তিটি কার?

উত্তর : এরিস্টটলের ।


১৭. "On Liberty" - কার লেখা?

উত্তর : জন স্টুয়ার্ট মিল ।


১৮. "The Ruling Class" - গ্রন্থটি রচয়িতা কে?

উত্তর : Gaetano Mosca ।


১৯. মেকিয়াভেলী পেশায় কি ছিলেন?

উত্তর :  কূটনীতিক ।


২০. ম্যকিয়াভেলী জনক কে?

উত্তর : ম্যাক্স ওয়েবার ।


২১. 'Academy' -কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : প্লেটো ।


২২. "Man is by nature a social and political animal"-উক্তিটি কার?
উত্তর : এরিস্টটলের ।


২৩. সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল এরা কোন যুগের দার্শনিক?
উত্তর : প্রাচীন যুগের ।


২৪. ফরাসী বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর :  ১৭৮৯ সালে ।


২৫. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : সার্বভৌমত্ব (Sovereignty) ।


২৬. রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর :  বিবর্তনমূলক মতবাদ ।


২৭. Demos শব্দের অর্থ কি?
উত্তর : জনগণ ।


২৮. ক্ষমতার স্বাতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর :  মন্টেস্কু ।


২৯. সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?
উত্তর :  প্রধানমন্ত্রী ।


৩০. আমলাতন্ত্রের দুইটি বৈশিষ্ট্য লিখ ।
উত্তর :  স্তরবিন্যাস ও নিয়মানুবর্তিতা ।


৩১.  A prince should combine the qualities of a fox and a lion -উক্তিটি কার?
উত্তর : ম্যাকিয়াভেলীর ।


৩২. টমাস হবসের বিখ্যাত বইটির নাম কী?
উত্তর : 


৩৩. প্লেটো তার আদর্শ রাষ্ট্রের মানবাত্মাকে কয় ভাগে ভাগ করেন?
উত্তর : তিন ভাগ ।


৩৪. Fedus শব্দের অর্থ কী?
উত্তর : সন্ধি বা মিলন ।


৩৫. সরকারের অঙ্গসমূহ লেখ ।
উত্তর : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ ।


৩৬. "Constitution is the way of life the state has chosen for itself" - উক্তিটি কার?
উত্তর : গ্রিক দার্শনিক এরিস্টটলের ।


৩৭. রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ট বিজ্ঞান (Master of science) হিসাবে আখ্যা দিয়েছেন কে?
উত্তর : এরিস্টটল ।


৩৮. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার ।


৩৯. আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর :  জন লককে ।


৪০. "Political Science begins and ends with the state" - কে বলেছেন?
উত্তর :  অধ্যাপক গার্নার (Garner) ।


৪১. "Virtue is knowledge" উক্তিটি কার?
উত্তর : সক্রেটিসের ।


৪২. "মধ্যযুগ অরাজনৈতিক" উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক ডানিংয়ের ।


৪৩. "The Leviathan" গ্রন্থটির লেখক কে?
উত্তর : টমাস হবস ।


৪৪. কখন "গৌরবময় বিপ্লব" হয়েছিল?
উত্তর : ১৬৮৮ সালে ।


৪৫. "Two Treatises on Civil Goverment" - গ্রন্থটির লেখক কে?
উত্তর : জন লক ।


৪৬. "The Prince" গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি ।


৪৭. প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর ছিল?
উত্তর : দুটি স্তর ।


৪৮. এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তর : The Politics ।


৪৯. Political Parties গ্রন্থটির লেখক কে?
উত্তর : Robert Michels ।


৫০. জন লকের মতে সম্মতি কত প্রকার ও কি কি?
উত্তর : দুই প্রকার ।
যথা - ১। প্রকাশ্য সম্মতি ।
২। মৌন সম্মতি ।