ফেসবুক এবং ইন্সটাগ্রামে সকলের জন্য ব্লু ভেরিফিকেশন টিক চালু করলো ফেসবুকের পেরেন্টস কোম্পানি মেটা । এখন থেকে সকল ব্যবহারকারী ফেসবুক এবং ইন্সটাগ্রামে তাদের নামের পাশে ব্লু টিক নিতে পারবেন । মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জার্কারবাগ আজ তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন । এই ফিচারের মধ্য দিয়ে টুইটারের পদাঙ্ক অনুসর করলো ফেসবুক (মেটা) ।
মেটার এই ফিচারটি একই সাথে ফেসবুক এবং ইন্সটাগ্রামের জন্য উন্মুক্ত করা হয়েছে । ব্যক্তিগত প্রোফাইলে ব্লু টিক দেখাতে হলে অবশ্য ব্যবহারকারীকে প্রতিমাসে গুণতে হবে ১৩ ডলার বা প্রায় ১৩'শ টাকারও বেশি ।
গত বছর বিশ্বের শীর্ষ ধণী ইলন মাস্ক মাইক্রো ব্লগিং প্ল্যার্টফর্ম টুইটার কিনে নেয়ার পর টুইটারে সকলের জন্য ব্লু টিক ভেরিফিকেশন ব্যাজটি উন্মুক্ত করে দেন । একটি সাবস্ক্রিপশন পদ্ধতির মাধ্যমে টুইটারে এই ব্লু টিক দেয়া হচ্ছে সকলকে । ব্লুটিক ফিচারটি নেয়ার জন্য টুইটার ব্যবহারকারীদের ৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রতিমাসে গুনতে হবে ।
মেটার এই পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে বেশ মাতামাতি হচ্ছে । টুইটার ব্যবহারকারীরা হাসি-তামাশা করছেন মার্কের ফেসবুক এবং ইন্সটাগ্রাম নিয়ে এমন সিদ্ধান্তের । তাদের মতে এটি সম্পূর্ণ টুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচারের ফেসবুকিয় ভার্সন হতে চলেছে । যেখানে ফেসবুক দিতে পারছে না নতুন কিছু ।
ফেসবুক এবং ইন্সটাগ্রামের বিরুদ্ধে আগেও এমন বিভিন্ন ফিচার অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কপি করে নেয়ার অভিযোগ রয়েছে । ফেসবুক এবং ইন্সটাগ্রামে যে ডে-পোস্ট ফিচারটি রয়েছে সেটি তারা স্ন্যাপচ্যাট হতে কপি করেছিলো বলে অভিযোগ উঠেছিলো ।
আরও পড়ুন -